West Bengal Election 2021: ভবানীপুরে নাড্ডা পৌঁছানোর আগেই, তৃণমূলের 'দুয়ারে সরকার', মুখ্যমন্ত্রীর গড়ে তুঙ্গে ঘাসফুল-পদ্মফুল তরজা
কলকাতায় পা রেখেই মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে বিজেপির সর্বভারতীয় সভাপতি। আর সেখানেই সম্মুখসমরে বিজেপি-তৃণমূল। মঙ্গলবার দুপুর সাড়ে ৩টে নাগাদ জেপি নাড্ডার কনভয় রওনা দেয় মুখ্যমন্ত্রীর গড় ভবানীপুরের দিকে। সেখানে বঙ্গ বিজেপির ‘আর নয় অন্যায়’ প্রচারের অঙ্গ হিসেবে গৃহসম্পর্ক অভিযানের সূচনা করেন নাড্ডা। ভবানীপুর। মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র। ২০১১-তে রাজ্যে পালাবদলের পর ভবানীপুর থেকেই জিতে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১-র উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে ৫৪ হাজার ২১৩ ভোটে জয়ী হন তৃণমূল নেত্রী। কেন্দ্রে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর, ২০১৬-র বিধানসভা নির্বাচনে তৃণমূল নেত্রীর জয়ের ব্যবধান ছিল ২৫ হাজার ৩০১। ২০১৯-এর লোকসভা ভোটের প্রেক্ষাপটে ৬০ শতাংশ অবাঙালি অধ্যুষিত ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির ভোট উল্লেখযোগ্য হারে বাড়ে। যা অস্বস্তিতে রেখেছে তৃণমূলকে। আর সেই কেন্দ্রে গিয়ে বঙ্গ বিজেপির গৃহসম্পর্ক অভিযানের সূচনা করেন নাড্ডা। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।