বেঙ্গল কেমিক্যালস হাইড্রক্সিক্লোরোকুইন তৈরি করলে লাভবান হবে রাজ্য, বলছেন চিকিৎসকরা
Continues below advertisement
হাইড্রক্সিক্লোরোকুইন তৈরির ছাড়পত্র পেয়েছে বেঙ্গল কেমিক্যালস। এতদিন এই ওষুধ নির্দিষ্ট কিছু রোগের জন্য ব্যবহার হত। করোনা সংক্রমণের প্রেক্ষিতে এই ওষুধ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে বেঙ্গল কেমিক্যালসের এই ছাড়পত্র দেশ ও রাজ্যের পক্ষে ভালো খবর বলেই মনে করছেন চিকিৎসকরা।
Continues below advertisement
Tags :
Covid 10 HCQ Coronavirus Latest News Hydroxychloroquine Abp Ananda Coronavirus Update Coronavirus