লকডাউনে এড়াতে ছলচাতুরি, কোথাও ভুয়ো সরকারি স্টিকার, কোথাও বা পুরনো প্রেসক্রিপশন
Continues below advertisement
আজ সকালে উল্টোডাঙা মোড়ে রাস্তায় গাড়ির সংখ্যা অল্প। যে সব গাড়ি চলেছে, সেগুলি থামিয়ে রাস্তায় বেরনোর কারণ জিজ্ঞাসা করেছেন পুলিশ কর্মীরা। দেখতে চেয়েছেন কাগজপত্র। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে, হাসপাতাল বা ব্যাঙ্ক কর্মীরা গাড়িতে কর্মস্থলে যাচ্ছেন। তবে কেউ কেউ ছলচাতুরি করে পুলিশকে ফাঁকি দেওয়ার চেষ্টাও করে বলে অভিযোগ। পুলিশ সূত্রে দাবি, একটি গাড়িতে পশ্চিমবঙ্গ সরকারের ভুয়ো স্টিকার লাগিয়ে আজ সকালে উল্টোডাঙা মোড়ে তিনজন যাচ্ছিলেন। পুলিশ চ্যালেঞ্জ করলে তাঁরা প্রমাণ দিতে পারেননি। পুলিশ তাঁদের ফিরিয়ে দেয়। পুলিশ সূত্রে দাবি, মোটরবাইকে ২ যুবক এক বছরের পুরনো প্রেসক্রিপশন নিয়ে উল্টোডাঙা মোড় দিয়ে যাচ্ছিলেন। তাঁদেরও পুলিশ ফিরিয়ে দেয়।
Continues below advertisement
Tags :
False Identity Cards Number Of Cars Less On Road Lockdown In Bengal. Abp Ananda Coronavirus Checking Ultadanga Covid-19