লকডাউনে গৃহবন্দি কারবারীরা, তিন মাসে শহরে কমল মাদকের কারবার
Continues below advertisement
গত তিন মাসে শহরে কমল মাদকের কারবার। সৌজন্যে লকডাউন। মানছে খোদ লালবাজার। লকডাউনের জন্য মাদক কারবারিরাও কার্যত গৃহবন্দি ছিল। বরাত থাকলেও রাস্তায় বেরোলেই পুলিশি ধরপাকড়ের ভয় ছিল। তার জেরেই কমেছে মাদকের বিক্রি। শুক্রবার আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে সচেতনতামূলক অনুষ্ঠানে কলকাতা পুলিশের গোয়েন্দাপ্রধান মুরলীধর শর্মা এমনটাই জানান। পাশাপাশি পুলিশ কমিশনার অনুজ শর্মা বলেন, শুদ্ধি প্রকল্পের মাধ্যমে ১৫৯ জন মাদক মুক্ত হয়েছেন। মুলস্রোতে ফিরেছেন।
Continues below advertisement
Tags :
Lalabazar Kolkata Police International Drug Abuse Day Drug Peddling Corona Abp Ananda Lockdown