'মা আমার হাত ধরে ঘুমাতেন, কাল রাতেও জল খাইয়ে দিয়েছি! এখনও বিশ্বাস হচ্ছে না তিনি নেই ', প্রতিক্রিয়া মমতা শঙ্করের
Continues below advertisement
"মা এটাই চাইতেন আমাকে নিয়ে কাউকে যেন ব্যস্ত না হতে হয়ে। এবং আমি যেন হাসতে হাসতে চলে যেতে পারি। কাল রাত ২ সময় জল খাইয়েছি। উনি রোজ আমার হাত ধরে ঘুমোন। আমি এখনও বিশ্বাস করতে পারছি না মা নেই। মা যা চেয়েছিলেন ঠিক তাই হয়েছে। আমাদের মায়ের সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁরা কিছু না কিছু শিখেছে" জানালেন মমতা শঙ্কর।
Continues below advertisement