Captain BrijeshThapa:জঙ্গি হামলায় শহিদ ক্যাপ্টেন ব্রিজেশ থাপা,বুধবার তাঁর দেহ এল দার্জিলিঙের বাড়িতে

Continues below advertisement

ABP Ananda LIVE: জঙ্গি হামলায় শহিদ ক্যাপ্টেন ব্রিজেশ থাপা। বুধবার তাঁর দেহ এল দার্জিলিঙের বাড়িতে। ব্রিজেশের শেষযাত্রায় ভেঙে পড়ল ভিড়। ছেলে শহিদ হওয়ায় তাঁরা গর্বিত, জানিয়েছিলেন আগেই। এদিন ছেলের নিথর দেহ দেখে বাঁধ মানল না চোখের জল। কফিন ছুঁয়ে কান্নায় ভেঙে পড়লেন মা।

লোকসভার (loksabha)আসন সংখ্যা ১৮ থেকে ১২ হলেও ভোটবৃদ্ধির সাফাই সুকান্তর। '২৪-এ হেরে '২৬-এর টার্গেট বাঁধলেন বিজেপির রাজ্য সভাপতি। '২০২১-এর বিধানসভা ভোটের থেকেও লোকসভায় প্রাপ্ত ভোট বেড়েছে'। '১২১টি পুরসভার মধ্যে প্রথমবার ৬৯টিতে এগিয়ে বিজেপি'। '৪৯টি বিধানসভায় ১০ হাজারের কম ভোটে পিছিয়ে আছি'। 'এটাই প্রমাণ করছে, বিজেপি এগোচ্ছে'। 'একত্রিত হয়ে লড়াই করতে হবে'। 'আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে কিন্তু যেন মনবিরোধ না হয়'। বিজেপির রাজ্য কর্মসমিতির বৈঠকে মন্তব্য সুকান্ত মজুমদারের। আমাদের গোটা ভারতবর্ষে যে পার্টির স্ট্রাকচার তাতে তো সংখ্যালঘু মোর্চা আছে এবং আমাদের রাষ্ট্রভক্ত মুসলিম সমাজ। কাজী নজরুল ইসলামের মতো মুসলিম, ডা. এ পি জে আব্দুল কালামের মতো মুসলিম, সেই সমস্ত রাষ্ট্রবাদী মুসলিমকে ভারতীয় জনতা পার্টি মনে করে তাঁরা দেশের জন্য অ্যসেট এবং সেই নীতি নিয়ে BJP চলে, আগামীদিনেও চলবে: সুকান্ত(sukanta majumdar)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram