cattle-smuggling case: BSF commandant Satish Kunar এর ১০০ কোটির সম্পত্তি! কীভাবে বিপুল পরিমাণ সম্পত্তির মালিক তিনি?

গরু পাচারকাণ্ডে ধৃত সতীশ কুমারের প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তির হদিশ। ইতিমধ্যেই মিলেছে বলে সিবিআই সূত্রে দাবি। এই বিপুল পরিমাণ সম্পত্তির মালিক তিনি হলেন কীভাবে? অনেকে বলছেন ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে যেভাবে গরু  পাচার চলে তা শুনতে যে কারও চোখ কপালে উঠবে। CBI সূত্রে দাবি, প্রথমে পাচারের পথে লোক দেখানোর জন্য গরু বাজেয়াপ্ত করা হয় BSF-এর তরফে। খাতায় কলমে সেই গরুগুলিকে বাছুর হিসেবে দেখানো হয়। গরুর ওজন ৫০০ কেজি হলে নথিতে তা ৫০ কেজি দেখানো হয়। এরপর নিয়ম অনুযায়ী বাজেয়াপ্ত হওয়া গরুর নিলাম ডাকা হয়। ভিতর থেকে খবর পেয়ে সেখানে পৌঁছে যায় পাচারকারীরা। নিলামে বাছুরের দামে বা অর্ধেক দামে গরু কিনে নেয় তারা। তারপর সেই গরু ৫০ হাজার থেকে দেড় লক্ষ টাকায় ফের বাংলাদেশে পাচার করা হয়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola