Madan Mitra: মদন মিত্রর বাড়িতেও CBI, কী মন্তব্য অনুগামীদের ?
পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে মদন মিত্রর দুয়ারেও সিবিআই। কামারহাটির তৃণমূল বিধায়কের ভবানীপুরের বাড়ির বাইরে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। বাড়ির ভিতরে ঢোকা বা বেরোনোয় নিষেধাজ্ঞা জারি হয়েছে। সিবিআই সূত্রে খবর, পুর নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Tags :
Bangla News Bangla News Live Cbi Raid Kolkata ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Live ABP Ananda Bengali News Madan Mitra Kmc Scam