Anil Ambani: ED-র পর এবার অনিল আম্বানির উপর CBI-এর ফাঁস | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ED-র পর এবার অনিল আম্বানির উপর CBI-এর ফাঁস ২ হাজার কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা মামলায় জড়াল শিল্পপতি মুকেশ আম্বানির ভাইয়ের নাম । রিলায়েন্স কমিউনিকেশনসের বিরুদ্ধে মামলা দায়ের CBI-এর অনিল আম্বানির বাড়ি ও রিলায়েন্স কমিউনিকেশনসের অফিসে তল্লাশি । স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছ থেকে অভিযোগ পেয়ে অ্যাকশনে নেমেছে CBI
আরও খবর...
শিক্ষিকাকে ছুটি না দেওয়ায় স্কুলে ঢুকে তৃণমূল নেতার ‘দাদাগিরি‘! মালদার হবিবপুরের বুলবুলচণ্ডী আর এন রায় বিদ্যানিকেতনের ঘটনা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে আঙুল উঁচিয়ে শাসানি শাসক নেতার। তৃণমূল নেতা সুবোধ রায় ওই স্কুলেরই পরিচালন সমিতির সভাপতি। স্কুলে ঢুকে প্রধান শিক্ষিকাকে হুমকির ছবি ভাইরাল। জেলা স্কুল পরিদর্শক ও হবিবপুরের BDO-কে অভিযোগ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার। পাল্টা প্রধান শিক্ষিকার বিরুদ্ধে মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ তৃণমূল নেতার
ইডির ওপর হামলার ঘটনার তদন্ত, ফের সন্দেশখালিতে CBI । সন্দেশখালির সরবেড়িয়ায় CBI-এর তদন্তকারীরা। সরবেড়িয়ার বাসিন্দাদের সঙ্গে কথা CBI-এর। ৫ জানুয়ারি, ২০২৪: সন্দেশখালিতে আক্রান্ত ED। শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত ED। পরে গ্রেফতার করা হয় শেখ শাহজাহানকে।