বাদ পড়ল জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, নাগরিকত্ব, গণতন্ত্র থেকে যুক্তরাষ্ট্রীয় কাঠামো! সিবিএসই-র সিলেবাস ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা
Continues below advertisement
সিবিএসই-র সিলেবাস থেকে বাদ জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, নাগরিকত্ব, গণতন্ত্র থেকে যুক্তরাষ্ট্রীয় কাঠামো। এমনকী পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার মতো দেশের সঙ্গে ভারতের বিদেশনীতি পর্যন্ত বাদ পড়েছে। ক্ষুব্ধ বিরোধীরা। মমতা বন্দ্যাোপাধ্যায় ট্যুইট করে প্রতিবাদ জানিয়েছেন। সিবিএসই-র সিলেবাস থেকে বাদ পড়ল ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, নাগরিকত্ব। বাদ পড়েছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো থেকে ভারতের বিদেশনীতি। শ্রীশিক্ষায়তন স্কুলের মহাসচিব ব্রততী ভট্টাচার্য এপ্রসঙ্গে জানান, সিবিএসই থেকে বলা হয়েছে যে সিলেবাস থেকে ৩০ শতাংশ বিষয় বাদ দেওয়া হয়েছে। বাদ দেওয়া হয়েছে নাগরিকত্ব। তবে বিষয়টি সম্বন্ধে ধারণা দেওয়া হবে, কিন্তু সেই বিষয়েও কোনও পরীক্ষা নেওয়া হবে না। প্রতিবাদে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটে মোদি সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রী লেখেন, ‘নাগরিকত্ব, ধর্মনিরপেক্ষতার মতো বিষয় বাদ। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই বিষয়গুলি যাতে বাদ না যায়, তা নিশ্চিত করুক মানবসম্পদ উন্নয়নমন্ত্রক’।
Continues below advertisement