Kolkata News: গণধর্ষণকাণ্ডে পুলিশের হাতে চাঞ্চল্যকর ফুটেজ | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: গণধর্ষণকাণ্ডে পুলিশের হাতে চাঞ্চল্যকর ফুটেজ । তদন্ত যত এগোচ্ছে, ততই CC ক্যামেরার ফুটেজের সঙ্গে মিলে যাচ্ছে নির্যাতিতার বয়ান, খবর পুলিশ সূত্রে । কলেজ চত্বরে লাগানো CC ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে: পুলিশ । ঘটনার দিন নির্যাতিতাকে কলেজের মেন গেট দিয়ে বেরোতে চাইলে তাঁকে আটকাচ্ছে দুই পড়ুয়া: পুলিশ । নির্যাতিতাকে জোর করে নিরাপত্তারক্ষীর ঘরের দিকে নিয়ে যেতেও দেখা গেছে ওই ২ জনকে: পুলিশ

আরও খবর...

আসানসোলে একটি আবাসনে আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত ৩ । গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ । আসানসোল দক্ষিণ থানার বৈশালি পার্ক এলাকার ঘটনা । শনিবার রাতে আবাসনের নীচের তলা থেকে ধোঁয়া হয় । আবাসিকরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও সফল হননি । দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে 
তবে আগুন লাগার কারন এখনো জানা যায়নি 

কসবা থানার পর এবার আইন কলেজে জাতীয় মহিলা কমিশন । নির্যাতিতার বাড়িতে গিয়ে কথা বলতে চান NCW । ৫ সদস্যের SIT-এর সঙ্গেও কথা বলবে জাতীয় মহিলা কমিশন   
ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা NCW-এর

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola