NEET UG : অনির্দিষ্টকালের জন্য NEET UG-র কাউন্সেলিং  পিছিয়ে দিল কেন্দ্র | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: বড় দুর্নীতি নেই বলে সুপ্রিম কোর্টে দাবি করেও অনির্দিষ্টকালের জন্য NEET UG-র কাউন্সেলিং  পিছিয়ে দিল কেন্দ্র। কবে হবে কাউন্সেলিং, জানানো হবে পরবর্তী নোটিসে।
স্থগিত NEET UG-র কাউন্সেলিং 

আরও খবর..

আগামীকাল রথযাত্রা। সেজে উঠেছে জগন্নাথ ধাম।  প্রথম নবযৌবন বেশ, নেত্র উৎসব, সব একদিনে পড়েছে। প্রতিবার রথযাত্রার আগের দিন নব যৌবন বেশে সজ্জিত হন বলরাম, সুভদ্রা ও জগন্নাথদেব। এই বছর প্রথম নবযৌবন বেশ, নেত্র উৎসব, রথযাত্রা সব একদিনে হচ্ছে। ফলে রথযাত্রা শুরু হতে বিকেল হয়ে যাবে। তাই সোমবার ফের রথযাত্রা। ওই দিন ছুটিও ঘোষণা করেছে ওড়িশা সরকার। রথযাত্রার আগের দিন জগন্নাথদেবের রথ নন্দীঘোষ, বলরামের তালধ্বজ এবং সুভদ্রার রথ দেবদলন বা পদ্মধ্বজকে মন্দিরের সামনে এসে প্রস্তুত করা হচ্ছে। রথযাত্রাকে কেন্দ্র করে পুরীতে ভিড় করছেন বহু মানুষ। রথযাত্রা উৎসবের মধ্যে সোমবারই খুলছে পুরীর মন্দিরের রত্নভাণ্ডার? জানা যাবে আজই। রত্নভাণ্ডার নিয়ে বৈঠকে বসেছে নবগঠিত কমিটি। বৈদুর্যমণি, নীলকণ্ঠমণি-সহ একাধিক মূল্যবান রত্ন রয়েছে জগন্নাথধামের ভাণ্ডারে, দাবি পাণ্ডাদের। 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram