'নিজের জেলায় বাড়ির কাছের কেন্দ্রেই দেওয়া যাবে সিবিএসই পরীক্ষা', ঘোষণা মানবসম্পদ উন্নয়নমন্ত্রীর
Continues below advertisement
বাড়ির কাছের কেন্দ্রেই দেওয়া যাবে সিবিএসই পরীক্ষা। লকডাউন-পরিস্থিতিতে ঘোষণা কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রীর। রমেশ পোখরিয়াল নিশাঙ্ক বলেন, অনেক পড়ুয়া নিজের জেলা বা এলাকা ছেড়ে দূরের স্কুলে হস্টেলে থেকে পড়াশোনা করে। করোনা মোকাবিলায় লকডাউনের জেরে অনেক পরীক্ষার্থীই নিজের বাড়িতে ফিরে গিয়েছেন। তাদের সুবিধের কথা ভেবেই এমন সিদ্ধান্ত। কেন্দ্রীয় মন্ত্রী জানান, নিজের জেলা থেকে পরীক্ষা দেওয়ার বিষয়টি আগে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকে জানাতে হবে। স্কুলগুলি পরীক্ষার্থীদের আবেদন সিবিএসই বোর্ডের কাছে পৌঁছে দেবে। সেই তথ্য হাতে পাওয়ার পর জুন মাসের প্রথম সপ্তাহে বোর্ড জানিয়ে দেবে পরীক্ষার্থীদের নিজের জেলায় নির্দিষ্ট করা পরীক্ষা কেন্দ্রের নাম।
Continues below advertisement