মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পরেই পরের পদক্ষেপ স্থির করবে কেন্দ্রীয় দল
এখনও চলছে কেন্দ্রীয় প্রতিনিধি দল ও রাজ্যের মুখ্যসচিবের বৈঠক। দুপক্ষেরই পরবর্তী পদক্ষেপ কী, তা জানা যাবে বৈঠক শেষে। যদিও ইতিমধ্যেই কেন্দ্রের অতিরিক্ত সচিব (প্রতিরক্ষা) অপুর্ব চন্দ্র জানিয়েছেন, লকডাউন পরিস্থিতি পরিদর্শন করতে এসে তাঁরা বাধাপ্রাপ্ত হয়েছেন।
Tags :
Apurba Chandra CS Rajiv Sinha West Bengal Government Corona Virus Lock Down Corona Chief Secretary Kolkata Police Abp Ananda West Bengal Covid-19