NPS Vatsalya Scheme: NPS বাৎসল্য, কীভাবে করবেন আবেদন? কতটাকা দেবেন? রিটার্ন কী

Continues below advertisement

ABP Ananda Live: শিশুদের পেনশন স্কিম ! কী , শুনতে অবাক লাগছে ? অবাক হওয়ার কিছুই নেই। আপনি আপনার শিশুর ভবিষ্যৎ সুরক্ষিত করতে এবার শুরু থেকেই তার পেনশন স্কিম চালু করে দিতে পারবেন। আর হ্যাঁ, এটা কিন্তু সম্পূর্ণ সরকারি। যদি আপনি এমন কোনো স্কিমে বিনিয়োগ করার কথা ভাবছেন বা বিনিয়োগ করতে চান, যেখানে কম বিনিয়োগে বেশি নিরাপত্তা মেলে। শিশুর বাবা বা মা বছরে ন্যূনতম ১০০০ টাকা বিনিয়োগ করতে পারেন। সর্বাধিক কোনও লিমিট নেই। এনপিএস বাৎসল্য অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় নথি যেমন আপনার সন্তানের জন্মের শংসাপত্র বা স্কুল লিভিং সার্টিফিকেট। আপনার প্যান কার্ড, আধার কার্ড অথবা পাসপোর্টে প্রয়োজন হয়। যেদিন আপনার সন্তান ১৮ বছর পূর্ণ করবে, তখন এটি সাধারণ এনপিএস অ্যাকাউন্টে রূপান্তরিত হবে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram