স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ পালন করতেই হবে, করতে হবে সহযোগিতা, রাজ্যকে কড়া চিঠি পাঠাল কেন্দ্র
স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ পালন করতেই হবে। এই মর্মে রাজ্যকে কড়া চিঠি দিল কেন্দ্র। করা হচ্ছে না সহযোগিতা, প্রতি পদে দেওয়া হচ্ছে বাধা, এই অভিযোগ তুলে এবং সমস্তরকম সহযোগিতা করতে বলে রাজ্য সরকারকে চিঠি পাঠানো হয়েছে। কেন্দ্রের বক্তব্য, কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা আইন মেনেই রাজ্যে এসেছে প্রতিনিধি দল। কিন্তু কলকাতা ও জলপাইগুড়ি, কোনও জায়গাতেই মিলছে না রাজ্যের সহযোগিতা।
Tags :
Letter To The State Rajiv Sinha Central Team Corona Virus Corona Chief Secretary Abp Ananda Bengal CM West Bengal Covid-19 Mamata Banerjee