Mohua Moitra: মহুয়া মৈত্রকে অবিলম্বে সরকারি বাংলো ছাড়তে বলে ফের নোটিস পাঠাল কেন্দ্র
মহুয়া মৈত্রকে অবিলম্বে সরকারি বাংলো ছাড়তে বলে ফের নোটিস পাঠাল কেন্দ্র। গত বছরের ৮ ডিসেম্বর মহুয়ার সাংসদ পদ খারিজ হয়। ৭ জানুয়ারির মধ্যে তাঁকে দিল্লিতে সরকারি বাংলো খালি করতে বলা হয়েছিল। কিন্তু কৃষ্ণনগরের বহিষ্কৃত সাংসদ তা করেননি। বাংলো খালি করার নোটিসকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন মহুয়া মৈত্র। মহুয়ার আবেদনে সাড়া দেয়নি দিল্লি হাইকোর্ট। এর মধ্যেই বহিষ্কৃত সাংসদকে ফের সরকারি বাংলো ছাড়ার নোটিস পাঠাল কেন্দ্র