Chaity Ghoshal: শাঁওলিদি কোলে করে নিয়ে গিয়ে স্টেজে বসিয়ে দিত, স্মৃতিচারণায় চৈতি । Bangla News

Continues below advertisement

প্রয়াত নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্র। শাঁওলি মিত্র আজ বিকেলে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। শাঁওলি মিত্রর বয়স হয়েছিল ৭৪ বছর। শম্ভু মিত্র ও তৃপ্তি মিত্রের কন্যা শাঁওলি মিত্র। ইতিমধ্যেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন শাঁওলি মিত্র। ঋত্বিক ঘটকের ছবি ‘যুক্তি তক্কো আর গপ্পো’ ছবি অভিনয় করেন। ২০০৩ সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পান শাঁওলি মিত্র। 
২০০৯ সালে পদ্মশ্রী পান শাঁওলি মিত্র। ২০১২ সালে ‘বঙ্গবিভূষণ’ সম্মানে ভূষিত হন তিনি। 

এ বিষয় নাট্যব্যক্তিত্ব চৈতি ঘোষাল বলেন, মাথায় আসছে না কোথা থেকে শুরু করব। কারণ, আমার ঠিক মতো জ্ঞান হওয়ার আগে থেকে শাঁওলি দির সঙ্গে আলাপ। আমি যখন ডাকঘরে অমল করি তখন আমার সাড়ে ৫ বছর বয়স। শাঁওলি দি আমাকে কোলে করে স্টেজে নিয়ে বসিয়ে দিত এবং মাঝখানে বিরতিতে দুধ আর চকোলেট খাওয়াত। শাঁওলি দির সঙ্গে সব জিনিস আমি প্রথমবার করেছি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram