Chandrayaan 3: চাঁদের বুকে অবতরণের পর কেমন দেখতে লাগছে চন্দ্রপৃষ্ঠ, ছবি পাঠালো চন্দ্রযান ৩ | ABP Ananda LIVE
চন্দ্রপৃষ্ঠে অবতরণের পর কেমন দেখতে লাগছে সেই এলাকা, ছবি তুলে পাঠিয়েছে ল্যান্ডিং ইমেজার ক্যামেরা। ছবিতে দেখা যাচ্ছে, চন্দ্রপৃষ্ঠে তুলনামূলক সমান অংশ বা ফ্ল্যাট রিজিয়ন বেছে নিয়েছে চন্দ্রযান ৩। ছবিতে দেখা গিয়েছে ইসরোর পাঠানো মহাকাশযানের ল্যান্ডিং সাইটের অংশবিশেষ। এছাড়াও চন্দ্রযান ৩ এর মধ্যে থাকা পা - এর মতো অংশ (অনুমান স্ট্যান্ড জাতীয় কিছু) এবং তার ছায়াও দেখা গিয়েছে ইসরোর শেয়ার করা এই ছবিতে। চাঁদের দক্ষিণ মেরুর কাছাকাছি অঞ্চলে সফলভাবে অবতরণ করেছে চন্দ্রযান ৩।