Chandrayaan 3: শুক্রবার চাঁদের উদ্দেশে রওনা দেবে চন্দ্রযান-৩, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি | ABP Ananda LIVE

২০১৯ এ চাঁদের মাটিতে আছড়ে পড়েছিল চন্দ্রযান-২। হার্ড ল্যান্ডিংয়ের জেরে চাঁদের মাটিতে ল্যান্ড করতে পারেনি চন্দ্রযান। সেই সঙ্গে দেশবাসীর স্বপ্নও থেকে গিয়েছিল অধরা। তবে সেই ব্যর্থতা ঝেড়ে ফেলে নয়া প্রযুক্তিতে সেজে চাঁদে পাড়ি দিচ্ছে চন্দ্রযান-৩। সেই যাত্রার সাফল্য কামনা করে এদিন তিরুপতিতে পুজো দিলেন ইসরোর কর্তারা। হাতে ছিল চন্দ্রযান-৩ এর ছোট সংস্করণ, ফল-মালার ডালা। ইসরোর একাধিক কর্তা, আধিকারিকরা চন্দ্রযানের সাফল্য কামনা করে পুজো দেন। আগের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েই একাধিক প্রযুক্তি আনা হয়েছে চন্দ্রযানে। এবার ধাক্কা খেলেও চালু থাকবে চন্দ্রযান। সব অ্যালগোরিদম ফেল করলেও ল্যান্ডিংয়ের ক্ষেত্রে কোনও সমস্যা হবে না। তাই অপেক্ষা এখন উড়ানের। ১৪২ কোটি ভারতবাসীর স্বপ্নপূরণের। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola