Chhattisgarh News: বিলাসপুরে ট্রেন দুর্ঘটনা, মুখোমুখি মালগাড়ি-প্যাসেঞ্জার ট্রেন, হতাহত একাধিক
ABP Ananda Live: ছত্তীসগঢ়ের বিলাসপুরে ট্রেন দুর্ঘটনা, মালগাড়ি-লোকাল ট্রেনের মুখোমুখি সংঘর্ষ । মৃত ৪ জন, লাইনচ্যুত কয়েকটি বগি। মালগাড়ির উপরে উঠে গেল প্যাসেঞ্জার ট্রেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা রেলের । দ্রুতগতিতে শুরু হয়েছে উদ্ধারকাজ, জানাল রেল। মুখোমুখি মালগাড়ি-প্যাসেঞ্জার ট্রেন, হতাহত একাধিক।
'বাংলায় কথা বললেই বাংলাদেশি নয়..', SIR বিরোধিতায় গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়
এদিন মমতা বলেন,' লুঠেরাদের সরকার, অনেক এজেন্সি লাগিয়েছে। ফেক নিউজ। আজ যা করছো, কাল তো ক্ষমতায় থাকবে না। এগুলো তোমাদের ব্যাক সাইডে আসবে। বাংলায় অনেক কথা আছে, যেগুলো বলা যায় না। কয়েকটা গদ্দার আছে বিজেপিতে, যাকে যা ইচ্ছে বলে যায় কেন্দ্রীয় এজেন্সি দিয়ে। ৮০টি গাড়ি নিয়ে ঘোরে, সবজায়গায় বডিগার্ড, এত সব সাহস। একজন বাবু বলছেন, বাবুসোনা বলছি না তিনি এক জায়গায় যাবেন, যেন কোনও মানুষ না থাকে, সাহস থাকে তো যাও না, একা একা যাও।' পাশাপাশি তিনি আরও বলেন,' হঠাৎ করে নির্বাচন কমিশন ভোটের হার বাড়িয়ে দিল, মহারাষ্ট্রে কী করেছে, ওরা জানে ভোটে জিততে পারবে না, নোটে জিতবে, মানুষের ভোটে জিতবে না।'