
লাদাখে সংঘাতের আবহেই অরুণাচলে পাঁচ ভারতীয়কে অপহরণের অভিযোগ চিনা সেনার বিরুদ্ধে
Continues below advertisement
লাদাখে ভারত চিন সংঘাতের আবহে অরুণাচল প্রদেশে পাঁচ ভারতীয় নাগরিককে অপহরণের অভিযোগ চিনা সেনার বিরুদ্ধে। ট্যুইট করে জানালেন কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিনং ইরিং। গতকাল আপার সুবনসিড়ি জেলার নাচোয়ে জঙ্গলে শিকার করতে যাওয়া পাঁচজনকে লাল ফৌজ অপহরণ করে বলে ট্যুইট কংগ্রেস সাংসদের।
Continues below advertisement
Tags :
Upper Subansiri Ninong Ering ABP Annada Chinese Army India China Clash Arunachal Pradesh Ladakh