Hariyana: এবার হিংসার আগুন ছড়াল হরিয়ানায়, দুই গোষ্ঠীর সংঘর্ষে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ জনের | ABP Ananda LIVE
Continues below advertisement
এবার হিংসার আগুন ছড়াল হরিয়ানায়। দুই গোষ্ঠীর সংঘর্ষে এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। সংঘর্ষের মাঝে পড়ে মারা গিয়েছেন ২ জন হোম গার্ডও। আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশকর্মী। হরিয়ানার নুহ থেকে অশান্তির আগুন ছড়িয়েছে গুরুগ্রাম, রেওয়াড়িতে। একের পর এক গাড়িতে আগুন লাগানো হয়, করা হয় পাথর বৃষ্টি, ভাংচুর করা হয় দোকান। হরিয়ানার পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত দায়ের করা হয়েছে ৪১টি এফআইআর। গ্রেফতার করা হয়েছে ১১৬ জনকে। পরিস্থিতি মোকাবিলায় নামানো হয়েছে ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
Continues below advertisement
Tags :
Hariyana Clash