ভিনরাজ্য থেকে ফেরা শ্রমিকদের নিয়ে উলুবেড়িয়ায় দুই পাড়ার মধ্যে সংঘর্ষ, ইটবৃষ্টি, বোমা ছোঁড়ার অভিযোগ
Continues below advertisement
ভিনরাজ্য থেকে ফেরা শ্রমিকদের নিয়ে হাওড়ার উলুবেড়িয়ায় উত্তেজনা। গতকাল মুম্বই থেকে ফেরেন ১১ জন পরিযায়ী শ্রমিক। রাতে মাঠের ধারে ঘরে ছিলেন তাঁরা। পাশের পাড়ার লোকজন আপত্তি জানালে উত্তেজনা তৈরি হয়। রাতে পুলিশ গিয়ে গোলমাল মেটায়। সকালে ফের টিউবওয়েলের জল নেওয়া নিয়ে উত্তেজনা। দুই পাড়ার মধ্যে সংঘর্ষ, ইটবৃষ্টি, বোমা ছোঁড়ার অভিযোগ। বেশ কয়েকজন আহত, গ্রেফতার দু’পাড়ার ৭ জন। এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে র্যাফ।
Continues below advertisement
Tags :
COVID-19 Upodate Stone Showering Coronavirus News Migrant Workers Uluberia Fight Bombing Howrah Mumbai Abp Ananda Coronavirus Update Coronavirus