গার্ডেনরিচে ত্রাণ-সংঘর্ষ, তৃণমূলের দুই নেতা-নেত্রী সহ ৭ জনকে নোটিস ইডির
লকডাউনে খাবার বণ্টন নিয়ে গার্ডেনরিচে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় তৃণমূলের নেতা নেত্রী-সহ ৭ জনের নোটিস ইডির। ইডি সূত্রে খবর, জবাব তলব করা হয়েছে তৃণমূলের বিদায়ী কাউন্সিলর সামস ইকবাল ও তৃণমূল নেত্রী শাবা ইকবাল সহ ৭ জনকে। ৩০ মার্চ খাবার বিলিকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে রণক্ষেত্রের চেহারা নেয় গার্ডেনরিচ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ভিডিও। যদি সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। ইডি জানায়, ত্রাণ বিলিকে কেন্দ্র করে মোটা টাকার লেনদেন হয়েছে। কীভাবে লেনদেন হয়েছে, অস্ত্র কথা থেকে এল, তা নিয়ে তৃণমূলের দুই নেতা-নেত্রী সহ ৭ জনকে নোটিস পাঠানো হয়েছে ইডির তরফে।