Ram Mandir Ayodhya: আজ অযোধ্যায় যাচ্ছেন প্রধানমন্ত্রী, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা শহর
ABP Ananda LIVE: ২২শে জানুয়ারি রাম মন্দির (Ram Mandir) উদ্বোধনের আগে, আজ অযোধ্যায়(Ayodhya) যাচ্ছেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। অযোধ্যা ধাম জংশন স্টেশন ও মহর্ষি বাল্মিকীর নামাঙ্কিত নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের (Airport) উদ্বোধন করবেন তিনি। তার আগে অযোধ্যাজুড়ে সাজো সাজো রব। রেলস্টেশন, এয়ারপোর্ট সহ অযোধ্য়ার অলিতে গলিতে তুমুল ব্য়স্ততা। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা শহর। ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের আগে আজ অযোধ্যায় প্রধানমন্ত্রী। সকাল ১০.৪৫: অযোধ্যায় প্রধানমন্ত্রীর রোড শো।সকাল ১১.১৫: অযোধ্যা ধাম জংশনের উদ্বোধন। সকাল ১১.৩০: অমৃত ভারত এক্সপ্রেস-সহ বেশ কিছু ট্রেনের সূচনা। দুপুর ১২.১৫: মহর্ষি বাল্মিকী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন। দুপুর ১: জনসভায় প্রায় ১৫ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস । দুপুর ২.৪০: দিল্লি থেকে অযোধ্যার উদ্দেশে রওনা প্রথম বিমানের। বিকেল ৪: অযোধ্যার নবনির্মিত বিমানবন্দরে প্রথম বিমান অবতরণ।