Coal Scam Investigation : 'গ্রেফতার না করলে দেশে ফিরতে রাজি বিনয় মিশ্র', আদালতে জানালেন অভিষেক মনু সিঙ্ঘভি

Continues below advertisement

শর্তসাপেক্ষে দেশে ফিরতে রাজি বিনয় মিশ্র (Vinay Mishra)। তিনি বলেছেন, যদি আদালতের কাছে সিবিআই (CBI) ও ইডি (ED) প্রতিশ্রুতি দেয় যে তাঁকে গ্রেফতার করা হবে না, তবেই তিনি দেশে ফিরবেন। পাশাপাশি ভিসা সংক্রান্ত সমস্ত সহযোগিতা দাবি করেছেন তিনি। আজ আদালতে বিনয় মিশ্রের এই শর্তগুলি পেশ করেছেন তাঁর আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। আইনজীবী জানিয়েছেন, তাঁর সঙ্গে ইডির অধিকর্তাদের কথা হয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের আইনজীবী ওয়াই জে দস্তুর জানিয়েছেন, তাঁরা লিখিতভাবে আশ্বাস দিতে প্রস্তুত যে বিনয় মিশ্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে না।
প্রসঙ্গত, গতকাল বিনয় মিশ্রের দেশে ফেরার জন্য শর্ত রাখে সিবিআই। ১২ জুলাইয়ের মধ্যে দেশে ফিরে তদন্তে সহযোগিতা করুক বিনয়। সেক্ষেত্রে বিনয়ের বিরুদ্ধে কোনও রেড কর্নার নোটিস থাকবে না। গ্রেফতারও করা হবে না। আদালতে জানায় সিবিআই (CBI)। জিজ্ঞাসাবাদ পর্ব করা হোক ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে। এমনটাই দাবি জানিয়েছিলেন বিনয় মিশ্র।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram