College and University Admission: UGC-র শিক্ষাবর্ষ বিজ্ঞপ্তি, কলেজ-বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন শুরু ১ অক্টোবর থেকে
২২ জুলাই প্রকাশিত হবে উচ্চমাধ্য়মিকের ফল। ৩১ জুলাইয়ের মধ্য়ে ফল প্রকাশিত হবে সিবিএসই-র (CBSE) দ্বাদশ ও আএসসি-র (ISC)। দ্বাদশের ফল প্রকাশের পরই কলেজে কলেজে শুরু হয়ে যাবে ভর্তি প্রক্রিয়া। আর ঠিক সেই প্রেক্ষাপটে দেশের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলির অ্যাকাডেমিক ক্যালেন্ডার জানিয়ে দিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন) বা ইউজিসি (UGC)। বিজ্ঞপ্তি দিয়ে তারা জানিয়েছেন, কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষ শুরু হবে ১ অক্টোবরের মধ্যে। তার আগে ৩০ সেপ্টেম্বরের মধ্য়ে শেষ করতে হবে স্নাতকস্তরে ভর্তি প্রক্রিয়া। আর যারা কলেজের চূড়ান্ত বর্ষের পড়ুয়া তাদের পরীক্ষা নিতে হবে ৩১ অগাস্টের মধ্য়ে। ইউজিসি-র বিজ্ঞপ্তির তিন আগে রাজ্যের উচ্চশিক্ষা দফতর এব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করে। তাতে বলা হয়েছে স্নাতকে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে। স্নাতকোত্তরে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে ২৫ অক্টোবরের মধ্য়ে।