Congress News: বিহারে উপ-মুখ্যমন্ত্রীর নাম দুই ভোটার তালিকায়, এমনই অভিযোগ তুলে সরব কংগ্রেস

ABP Ananda LIVE: বিহারে উপ-মুখ্যমন্ত্রীর নাম দুই ভোটার তালিকায়, এমনই অভিযোগ তুলে সোশাল মিডিয়া পোস্ট কংগ্রেসের। অভিযোগ উড়িয়ে দিয়ে বিহারের উপমুখ্যমন্ত্রীর দাবি, তিনি একটি জায়গায় নাম কেটে দেওয়ার আবেদন করেছিলেন। সেই আবেদনের কপিও দেখান বিজয় সিংহ। পাশাপাশি কংগ্রেসকেও আক্রমণ শানান বিজয় সিংহ।

 

নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্যের প্রতিবাদে সল্টলেকে বিজেপির যুব মোর্চার বিক্ষোভ

নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্য এবং তারই পরে বিজেপি নেতানেত্রীদের বিরুদ্ধে মামলা। এরই প্রতিবাদে বিজেপির যুব মোর্চা সল্টলেকে অবস্থান বিক্ষোভ দেখায়। পাশাপাশি প্রতিবাদ তুলছেন, কেন নবান্ন অভিযানে তাঁদের নেতা নেত্রীর উপর লাঠিচার্য করা হল এবং কী কারণে তাঁদের সঙ্গে এরকম ব্যবহার করা হয়েছে। অভয়ার মা যিনি এই নবান্ন অভিযানে সামিল ছিলেন, তাঁর মাথায় আঘাত লেগেছে। এরই প্রতিবাদে সল্টলেকের উইপ্রো মোড়ে পথ অবরোধ করে অবস্থান বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির যুব মোর্চার কর্মী সমর্থকেরা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola