Adhir Chowdhury: 'কসবার ঘটনা একটা হিমশৈল্যের চূড়ামাত্র', মন্তব্য অধীরের

ABP Ananda Live: 'এই ঘটনা যে ছাত্রীটি প্রকাশ করতে পেরেছে সাহস দেখিয়ে FIR করতে পেরেছে তার জন্য চেন রিঅ্যাকশন শুরু । কসবার ঘটনা এটা একটা হিমশৈল্যের চূড়ামাত্র। এই ঘটনা বাংলার কলেজে কলেজে চলছে'। বললেন অধীর চৌধুরী।

 

'যোগ্যতা বিচারের জন্যও যোগ্যতা লাগে', রাজন্যাকে কটাক্ষ জুঁই বিশ্বাসের

রাজন্যার মন্তব্য বিতর্কের মধ্যেই এবার তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাসের পোস্ট।ফেসবুক পোস্টে প্রাক্তন টিএমসিপি নেত্রীর নাম না করে মন্তব্য জুঁই বিশ্বাসের 'যোগ্যতা বিচারের জন্যও যোগ্যতা লাগে'।'একে যাঁরা মাথায় তুলেছিলেন, তাঁদের যোগ্যতা নিয়েও সন্দেহ আছে'।'না নেত্রী হওয়ার যোগ্যতা আছে, না অভিনেত্রী'।দু'দিন এসেই নেত্রী?, কটাক্ষ জুঁই বিশ্বাসের।রাজন্যার মন্তব্য বিতর্কের মধ্যেই এবার প্রাক্তন টিএমসিপি নেত্রীর নাম না করেই ফেসবুক পোস্ট তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাসের। তিনি লিখেছেন, 'যোগ্যতা বিচারের জন্যও যোগ্যতা লাগে। একে যাঁরা মাথায় তুলেছিলেন, তাঁদের যোগ্যতা নিয়েও সন্দেহ আছে। না নেত্রী হওয়ার যোগ্যতা আছে, না অভিনেত্রী'দু'দিন এসেই নেত্রী?, কটাক্ষ জুঁই বিশ্বাসের। তিনি আরও লিখেছেন, কোভিড বা কোনও natural calamity তে এদের মুখ কেউ দেখতে পায় না।শুধু personal agenda নিয়ে রাজনীতি করতে আসা।' 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola