Bayron Biswas: ‘হাত’ ছেড়ে জোড়াফুলে বায়রন, বিশ্বাসঘাতক বলে আক্রমণ কংগ্রেস নেতা জয়রাম রমেশের
Bayron Biswas: ‘হাত’ ছেড়ে জোড়াফুলে বায়রন বিশ্বাস, সরব কংগ্রেস। বায়রন বিশ্বাসকে বিশ্বাসঘাতক বলে আক্রমণ কংগ্রেস নেতা জয়রাম রমেশের। '৩ মাস আগে জয়ী কংগ্রেস বিধায়ককে লোভ দেখিয়ে ভাঙিয়েছে তৃণমূল কংগ্রেস'। 'সাগরদিঘি বিধানসভার ভোটারদের রায়ের প্রতি বিশ্বাসঘাতকতা'। 'এর আগেও তৃণমূল, গোয়া, মেঘালয়, ত্রিপুরায় কংগ্রেস থেকে ভাঙিয়েছে'। এই ধরনের কাজ বিরোধী ঐক্যের পরিপন্থী, এতে বিজেপির উদ্দেশ্যই সিদ্ধ হবে'। ট্যুইট এআইসিসি-র সাধারণ সম্পাদক জয়রাম রমেশের