দিল্লিকাণ্ডে অভিযুক্ত বিজেপি নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়নি কেন, প্রশ্ন কংগ্রেস নেতা রশিদ আলভির
আপ নেতার বিরুদ্ধে পদক্ষেপ করা হলেও, বিজেপি নেতার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হচ্ছে না কেন? প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা রশিদ আলভি। দিল্লির পরিস্থিতি নিয়ে অমিত শাহকেও কটাক্ষ করেন তিনি। বলেন দিল্লির এই পরিস্থিতি অমিত শাহের ব্যর্থতার কারণ। দেশের শাসনব্যবস্থা নিয়ে প্রশ্ন আপ নেতা সঞ্জয় সিংহর।
Tags :
Rashid Alvi Delhi Anti Caa Protest Shaheen Bagh Anti-CAA Rally Prime Minister Modi Abp Ananda Anti CAA Protest Delhi Narendra Modi BJP Congress