Wayanad News: বিপর্যস্ত ওয়েনাড, পৌছে গেলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। ABP Ananda Live
Sasahi Tharur: ওয়েনাডের চুরালমালা ও মুন্ডাক্কাই গ্রামে জোরকদমে চলছে তল্লাশি। কাদামাটি সরালেই বিভিন্ন জায়গায় থেকে মিলছে দেহ এবং দেহাংশ। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত ওয়েনাডের পাশে দাঁড়াতে সেখানে পৌঁছেছেন তৃণমূলের দুই সাংসদ সুস্মিতা দেব এবং সাকেত গোখলে। ওয়েনাড পৌছে গেছেন কংগ্রেস সাংসদ শশী থারুরও। ওয়েনাডে রাজ্যের ২৪২ জন পরিযায়ী শ্রমিক আটকে। রাজ্য যোগাযোগ করতে পেরেছে ১৫৫ জনের সঙ্গে । আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ ও বীরভূমের শ্রমিকরা আটকে। রাজ্য সরকার এঁদের ব্যাপারে খোঁজ রাখছে, বিধানসভায় জানালেন মন্ত্রী মলয় ঘটক। ধস-বিধ্বস্ত ওয়েনাডে (wayanad)তের সংখ্যা তিনশো ছাড়িয়ে গেল। কেরল সরকারের (central government) স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, ভূমিধসে এখনও পর্যন্ত ৩০৮ জনের মৃত্যুর খবর মিলেছে। মাটি কাটার যন্ত্র দিয়ে নরম কাদামাটি সরাতেই উঠে আসছে দেহ আর দেহাংশ। পুরোদস্তুর মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ওয়েনাডের চূড়লমালা। ধ্বংসস্তূপ সরিয়ে চলছে প্রাণের সন্ধান। দিল্লি থেকে ড্রোন-নির্ভর অত্যাধুনিক প্রযুক্তির রাডার দিয়ে প্রাণের খোঁজ চালানোর পরিকল্পনা। উদ্ধারকাজে প্রাণের খোঁজে কাজে লাগানো হবে ১০টি স্নিফার ডগ। ধসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় বেইলি ব্রিজ তৈরির কাজ শেষ করেছে সেনাবাহিনী। চূড়লমালা গ্রামে পাঠানো হয়েছে ২৫টির বেশি অ্যাম্বুল্যান্সয়।