Opposition MPs Suspension:'কোনও আলোচনা ছাড়াই বিল পাশ করাতে চান ওঁরা', সাসপেনশনের পর ক্ষুব্ধ শশী তারুর।ABP Ananda LIVE
'কোনও আলোচনা ছাড়াই বিল পাশ করাতে চান ওঁরা', সাসপেনশনের পর বললেন তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী তারুর। ফের বিরোধী সাংসদদের সাসপেন্ড। লোকসভার আরও ৪৯ জন সাংসদকে সাসপেন্ড। এখনও পর্যন্ত তিনদিনে মোট ১৪১ জন সাংসদকে সাসপেন্ড করা হল। উত্তাল লোকসভা, দুপুর ২টো পর্যন্ত অধিবেশন মুলতুবি। সাসপেন্ডেড সাংসদদের মধ্যে আছেন তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালা রায়রা। সাসপেন্ড করা হয়েছে শশী তারুর, মণীশ তিওয়ারি, ফারুক আবদুল্লাকে। স্বৈরতন্ত্র চলছে, অভিযোগ লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীর। দেশকে পুলিশ রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, অভিযোগ কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারির
Tags :
Nation News Congress MP Shashi Tharoor Parliament Winter Session 2023 Opposition MPs Suspension