Kolkata News: IIM জোকার হস্টেলে নির্যাতনের অভিযোগ, ক্যাম্পাসের বাইরে প্রতিবাদ কংগ্রেসের
ABP Ananda LIVE: IIM জোকার হস্টেলে ধর্ষণের অভিযোগ, ক্যাম্পাসের বাইরে কংগ্রেসের প্রতিবাদ । অধ্যক্ষের সঙ্গে দেখা করার আর্জি কংগ্রেস নেতা-কর্মীদের। ভিতরে ঢুকতে গেলে নিরাপত্তারক্ষীরা বাধা দেন। দুপক্ষের মধ্যে বাধে বচসা।
'কোনও অত্যাচার হয়নি, মেয়ে ফিট আছে', বলছেন IIM জোকার নির্যাতিতার বাবা
'কোনও অত্যাচার হয়নি, মেয়ে ফিট আছে', বলছেন IIM জোকার নির্যাতিতার বাবা। IIM জোকার ক্যাম্পাসে মনোবিদ তরুণীকে ধর্ষণের অভিযোগে সরগরম রাজ্য। রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। আর সেই আবহে সংবাদমাধ্যমে মুখ খুললেমন নির্যাতিতার বাবা। কিন্তু মেয়ে ধর্ষণের শিকার হননি, কোনও অত্যাচার হয়নি বলে দাবি করলেন তিনি। নির্যাতিতা অটো থেকে পড়ে গিয়েছিলেন বলে জানিয়েছেন তিনি। যদিও হরিদেবপুর থানা একজনকে গ্রেফতার করেছে ইতিমধ্যেই।