Rahul Gandhi : 'সন্ত্রাসবাদ নিয়ে আপনি পাকিস্তানের ওপর কেন ভরসা করেছিলেন?' প্রশ্ন রাহুলের
ABP Ananda Live: ভয়ঙ্কর জঙ্গি হামলার ১ মাস কেটে গেলেও এখনও অধরা হত্য়াকারী জঙ্গিরা। কিন্তু কেন? প্রধানমন্ত্রীকে প্রশ্ন করছে কংগ্রেস। সোশাল মিডিয়ায় রাহুল গান্ধী লিখেছেন, মোদিজি ফাঁকা ভাষণ দেওয়া বন্ধ করুন। শুধু এটুকু বলুন...
1. সন্ত্রাসবাদ নিয়ে আপনি পাকিস্তানের ওপর কেন ভরসা করেছিলেন? 2. ট্রাম্পের সামনে নত হয়ে কেন আপনি ভারতের স্বার্থ বলি দিলেন? 3. আপনার রক্ত শুধু ক্য়ামেরার সামনে কেন ফোটে? আপনি ভারতের সম্মানের সঙ্গে সমঝোতা করে নিয়েছেন!
সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবি, জাতীয় স্বার্থে কেন্দ্রের সিদ্ধান্তের পাশে থাকার বার্তা দিয়ে পোস্ট মমতার, 'পাক-সন্ত্রাসের বিরুদ্ধে..'
কংগ্রেসের পর তৃণমূল, সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবি। সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের । তিনি পোস্ট করে বলেছেন, 'বর্তমান সংঘাত, এবং তার কী অগ্রগতি, জানুক দেশবাসী। অন্য কারও আগে জানার অধিকার দেশের মানুষের'। বিশেষ প্রতিনিধিদল ফিরলেই সংসদে বিশেষ অধিবেশনের সওয়াল।'পাক-সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্বজুড়ে ভারতের সর্বদলীয় প্রতিনিধিদল'। সর্বদলীয় প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্তেরও প্রশংসায় তৃণমূলনেত্রী। জাতীয় স্বার্থে কেন্দ্রের সিদ্ধান্তের পাশে থাকার বার্তা দিয়ে পোস্ট মমতার। মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট রিপোস্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।