Rahul Gandhi: বিহারে 'ভোটার অধিকার যাত্রা'র সূচনা রাহুল গাঁধীর, ভোট চুরির অভিযোগে সরব কংগ্রেস সাংসদ

ABP Ananda LIVE: বিহারে 'ভোটার অধিকার যাত্রা'র সূচনা রাহুল গান্ধীর। ফের ভোট চুরির অভিযোগে সরব কংগ্রেস সাংসদ। 'একটি মাত্র বিধানসভায় ১ লক্ষেরও বেশি ভোটচুরি'। 'কর্নাটকে এই ভাবে লোকসভা ভোটে জিতেছে বিজেপি'। 'আমি অভিযোগ তোলায় হলফনামা চাইছে কমিশন'। 'এই ভাবে বিধানসভা ও লোকসভা নির্বাচনে ভোট চুরি'। 'বিহারেও SIR-এর মাধ্যমে ভোট চুরি করতে চাইছে'। 'ভোটার অধিকার যাত্রা'র সূচনায় আক্রমণ রাহুল গান্ধীর। ১৭ দিন ধরে চলবে রাহুল গান্ধীর 'ভোটার অধিকার যাত্রা'। 'ভোটার অধিকার যাত্রা'য় ১৩০০ কিমি পথ সফর করবেন কংগ্রেস সাংসদ । ১ সেপ্টেম্বর পাটনা ময়দানে শেষ হবে যাত্রা।

 

 

'পশ্চিমবঙ্গে SIR শুরু হবে কবে ?' বৈঠকে জরুরি বার্তা মুখ্য নির্বাচন কমিশনারের

 বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়া নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি। এরইমধ্য়ে পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রস্তুতি চলছে জোরকদমে। এই প্রেক্ষাপটে রবিবার সাংবাদিক বৈঠক করে সেই জল্পনা বাড়িয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। মুখ্য় নির্বাচন কমিশনার  জ্ঞানেশ কুমার বলেন, 'কবে পশ্চিমবঙ্গে (SIR) হবে, কবে দেশের অন্য রাজ্যে (SIR) হবে, সঠিক সময়ে তারিখ জানিয়ে দেওয়া হবে।'

'নির্বাচন কমিশন কারও পক্ষে বা বিপক্ষে নয়'। 'নির্বাচন কমিশনের কাছে সবাই সমান'। 'বিহারে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের কাজ শুরু হয়েছে'। 'খসড়া তালিকা সব রাজনৈতিক দলকে দেওয়া হয়েছে' । 'ভোটার তালিকা নিয়ে ২৮ হাজার ৩৭০ অভিযোগ জমা পড়েছে'। '১ সেপ্টেম্বর পর্যন্ত সংশোধনের সুযোগ রয়েছে'। 'দক্ষতার সঙ্গে বিহারে SIR-এর কাজ চলছে'। 'বিহারে ৭ কোটিরও বেশি ভোটার কমিশনের পাশে আছে'। 'ভোটাররা পাশে থাকলে, কমিশনের ভূমিকায় কীভাবে প্রশ্ন তোলা হচ্ছে?' 'কমিশনের বিরুদ্ধে ভোট চুরির মতো অভিযোগ তোলা হচ্ছে'। 'SIR নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে'। 'অভিযোগ তুলতে গিয়ে ভোটারদের গোপনীয়তা ক্ষুণ্ণ করা হচ্ছে'। এটা সংবিধানের অপমান, মন্তব্য মুখ্য নির্বাচন কমিশনারের। 'মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে, অথচ প্রমাণ দিচ্ছে না'।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola