Cooch Behar: 'জঙ্গল কেটে ফেলার কারণে বনের পশুরা লোকালয়ে ঢুকছে', দাবি ব্যাঘ্র বিশেষজ্ঞ জয়দীপ কুণ্ডুর |Bangla News

জলপাইগুড়ির পর এবার কোচবিহার। ফের লোকালয়ে চিতাবাঘের হানা! কোচবিহার শহরের কলাবাগান এলাকায় দেখা গিয়েছে চিতাবাঘ। তাড়া খেয়ে ঘরে ঢুকে যায় চিতাবাঘটি। চিতাবাঘ দেখতে রাস্তায় ভিড়। ঘটনাস্থলে বন দফতরের কর্মী ও আধিকারিকরা। এখনও বাড়ির বাথরুমে রয়েছে চিতাবাঘটি। বনবিভাগ ও পুলিশের তরফ থেকে এলাকাটি ঘিরে ফেলা হয়েছে। এলাকায় খাঁচা বসানোর কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। যে বাথরুমে চিতাবাঘটি রয়েছে, সেখানে জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। এখানেই বাঘটিকে ট্রাঙ্কুলাইজ করার চেষ্টা করছেন বনদফতরের কর্মীরা। কলাবাগান হাইস্কুল চত্বরে জারি হয়েছে ১৪৪ ধারা।

এই ঘটনা প্রসঙ্গে ব্যাঘ্র বিশেষজ্ঞ জয়দীপ কুণ্ডু বলেন, চিতাবাঘ কিন্তু সখে শহরে ঢোকেনি। সে পরিস্থিতির চাপে হয়ত বাধ্য হয়েছে শহরে ঢুকতে। অনেক জায়গায় জঙ্গল কেটে ফেলা হচ্ছে। এর ফলেই শুধু চিতাবাঘ নয়, কোথাও ভাল্লুক, কোথাও হাতি লোকালয়ে ঢুকে পড়ছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola