নিজেদের রাজ্যে ফিরেছেন ৬০২ জন নার্স, করোনা আবহে বেনজির সংকট এ রাজ্যে
শুক্রবার ফিরে গিয়েছেন ১৮৫ জন, শনিবার ১৮৬জন। বিভিন্ন হাসপাতাল সূত্রে গতকাল সামনে এসেছে আরও ২৩১জন নার্সের নিজের রাজ্যে ফিরে যাওয়ার খবর। এই নিয়ে সংখ্যাটা পৌঁছেছে ৬০২। এই পরিস্থিতিতে চিন্তায় চিকিৎসকরা, সংশ্লিষ্ট রাজ্যগুলির সমালোচনায় মুখ্যমন্ত্রী। অবসরপ্রাপ্ত নার্স দিয়ে কাজ চালানোর ভাবনাচিন্তা রাজ্যের। মণিপুর ট্রানজিট পাসে বলা হয়, মণিপুরের ১৩২ জন বাসিন্দার পাশাপাশি কলকাতার বিভিন্ন হাসপাতালে কর্মরত ১৮৫জন নার্সকে ফিরিয়ে নেওয়া হচ্ছে।
Tags :
Nurses Resign Coronavirus Cases Private Hospitals Coronavirus In India Coronavirus India Nurse Abp Ananda Coronavirus Update Coronavirus