Corona: করোনা মোকাবিলায় ২০ শতাংশ বাড়ানো হয়েছে পরিকাঠামো, রাজ্যপালকে রিপোর্ট মুখ্যসচিবের

রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা (Corona) সংক্রমণ। এই বিষয়ে রাজ্যপালের সঙ্গে আলোচনা করলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Banerjee)। করোনা মোকাবিলায় রাজ্য কী কী পদক্ষেপ নিচ্ছে, গতকাল তা জানতে চেয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। ঢিলেঢালা মনোভাব মোটেও কাম্য নয়, ট্যুইট করেন রাজ্যপাল। এর উত্তরেই রাজ্যে সংক্রমণের পরিস্থিতি, টিকাকরণ (Vaccination), করোনা রোগীদের জন্য চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে বিশদ রিপোর্ট পেশ করেন মুখ্যসচিব। তিনি জানান, যে পরিকাঠামো নেওয়া হয়েছিল তা ২০ শতাংশ বাড়ানো হয়েছে। বেসরকারি হাসপাতালগুলিকেও প্রস্তুত করা হয়েছে বলে রিপোর্ট দেওয়া হয়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola