লকডাউনের জেরে চলতি আর্থিক বছরে জিডিপি নামবে শূন্যের নিচে, আশঙ্কা আরবিআইয়ের
Continues below advertisement
করোনার আগে থেকেই দেশে বেকারত্বের হার বৃদ্ধি, জিডিপি-র পতন, রফতানি কমে যাওয়া, গ্রামীণ মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ার মতন অবস্থা ছিল। ফলে দেশে কর্মহীনতার আশঙ্কাও ছিল আগে থেকেই। আজ রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানান, ৪০ বেসিস পয়েন্ট কমে রেপো রেট হল ৪ শতাংশ। চলতি আর্থিক বছরে দেশের আর্থিক বৃদ্ধির হার পৌঁছোতে পারে শূন্য শতাংশ, আশঙ্কা গভর্নরের।
Continues below advertisement
Tags :
Fall Down Of GDP Reduced Repo Rate Economy In India RBI Governor Shaktikanta Das Indian Economy Coronavirus In India Abp Ananda RBI Coronavirus