দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের বিভিন্ন গ্রামে ত্রাণ বিলি লেক কালীবাড়ি কর্তৃপক্ষের
দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের নামখানা ব্লকের বিভিন্ন গ্রামে ত্রাণ বিলি করল লেক কালীবাড়ি কর্তৃপক্ষ। প্রশাসনের সহায়তায় বুধখালি, নারায়ণপুর, নারায়ণগঞ্জ-সহ বিভিন্ন গ্রামে গত ৭-৮ দিন ধরে ত্রাণ বিলি করা হয়েছে। করোনা আবহে দুঃস্থদের পাশে থাকতেই এই উদ্যোগ।
Tags :
Coronavirus In West Bengal Namkhana Relief Distribution Coronavirus Cases South 24 Pargana Coronavirus In India Coronavirus India Abp Ananda Coronavirus Update