আজ থেকে শুরু চতুর্থ দফার লকডাউন, সংক্রমণ রুখতে জারি নাইট কারফিউ
Continues below advertisement
আজ থেকে দেশজুড়ে শুরু হচ্ছে চতুর্থ দফার লকডাউন। চলবে ৩১ মে পর্যন্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নতুন নির্দেশিকায় আরও কড়াকড়ি। সংক্রমণ রুখতে সন্ধে ৭ টা থেকে সকাল ৭ টা অবধি চলবে নাইট কারফিউ। দরকার ছাড়া বার হওয়া যাবে না। নাইট কারফিউ নিশ্চিত করতে প্রয়োজনে স্থানীয় প্রশাসন এলাকায় জারি করতে পারবে ১৪৪ ধারা।
Continues below advertisement
Tags :
Lockdown Fourth Phase MHA Guidelines New Guideline Night Curfew Coronavirus Latest News Coronavirus In India Abp Ananda