করোনা সংক্রমণের জেরে বন্ধ মাড়োয়ারি রিলিফ সোসাইটি হাসপাতাল
Continues below advertisement
করোনা সংক্রমণের জেরে বন্ধ মাড়োয়ারি রিলিফ সোসাইটি, ওই হাসপাতালের একজন নার্স ও স্বাস্থ্য কর্মীর কিছু লক্ষণ দেখা দেয়, তাদের রাজারহাটে কোয়ারেন্টিন সেন্টারে রাখা হয় ও তাদের রিপোর্ট পজেটিভ আসে। যে ১৫ জনের সংস্পর্শে ওই দুজন আসেন তাদেরকে স্বাস্থ্য দফতর থেকে সরকারি জায়গা বা ওই হাসপাতালেই আলাদা করে রাখার জন্য বলা হয়েছে।
Continues below advertisement
Tags :
Health Workers Tested Covid Positive Hospital Closed In West Bengal Marwari Relief Society Hospital Corona Virus Corona In Bengal Abp Ananda Covid-19