Corona: ভ্যাকসিন নিতে গিয়ে চরম ভোগান্তি NRS-এ
ভারতে সুপারসনিক গতিতে ছুটছে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ। দেশে দৈনিক সংক্রমিতের সংখ্য়া তিন লক্ষের পথে। রেকর্ড প্রাণহানির ঘটনা ঘটছে। রাজ্যেও মারাত্মভাবে ছড়াচ্ছে সংক্রমণ। হচ্ছে মৃত্যু। করোনা সুনামির এই হাবুডুবু পরিস্থিতির মধ্যে সামান্য আশার আলো ভ্যাকসিন। সেই ভ্যাকসিন নিতে গিয়েই নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। দুর্ভোগের ছবি এন আর এস (NRS) মেডিক্যাল কলেজে। ভোটকর্মী থেকে বৃদ্ধ, গরমের মধ্যে এন আর এস ভবনের অ্যাকাডেমিক ভবনের সামনে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে কয়েক শো মানুষ। কখন ভ্যাকসিন মিলবে তা কেউই বলতে পারছেন না বলে অভিযোগ।
Tags :
Corona Vaccine Covid-19 Corona ABP Ananda Nrs ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla