করোনা মোকাবিলায় কলকাতা পুরসভায় তৈরি বিশেষ কন্ট্রোল রুম
করোনা মোকাবিলায় কলকাতা পুরসভায় তৈরি বিশেষ কন্ট্রোল রুম, নবান্নের পর করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক। জরুরি বৈঠকে কলকাতা পুরসভা। উপস্থিত মেয়র, ডেপুটি মেয়র। স্টার থিয়েটার, উত্তম মঞ্চ, মোহিত মঞ্চ বন্ধের ঘোষণা। এছাড়াও সমস্ত থিয়েটার হল বন্ধের সিদ্ধান্ত। ৩১ মার্চ পর্যন্ত যাঁদের বুকিং, তাদের ফেরত দেওয়া হবে টাকা
Tags :
Control Room For Corona Help Deputy Mayor Kolkata Municipality Atin Ghosh Corona Virus Corona In Bengal Mayor Firhad Hakim Abp Ananda Kmc Covid-19