করোনা আতঙ্ক: হুগলির পাণ্ডুয়া থেকে সৌদিতে গিয়ে আটকে যাদবপুরের পড়ুয়ার পরিবার
Continues below advertisement
করোনা-আতঙ্কে সৌদি আরবে বন্ধ আন্তর্জাতিক উড়ান। হুগলির পাণ্ডুয়া থেকে গিয়ে সৌদিতে আটক যাদবপুরের এম টেক পড়ুয়ার পরিবার। কম্পিউটার সায়েন্সের ছাত্র ওসমান গনি কসবার বেলিয়াডাঙা ফার্স্ট লেনে থাকেন। তাঁর দাবি, পাণ্ডুয়ার বাড়ি থেকে তাঁর বাবা-মা সহ মোট ৪০ জন ২৪ ফেব্রুয়ারি সৌদি আরবে যান। ৯ মার্চ তাঁদের জেড্ডা থেকে বিমানে ভারতে ফেরার কথা ছিল। যাদবপুরের ওই পড়ুয়ার দাবি, করোনা সংক্রমণের জেরে আন্তর্জাতিক উড়ানে নিষেধাজ্ঞা জারি হওয়ায় বর্তমানে জেড্ডার হোটেলে আটকে পড়েছেন তাঁর বাবা-মা সহ ৪০ জন। তাঁদের ফেরাতে ভারতীয় বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেছেন যাদবপুরের ওই পড়ুয়া। তাঁর পরিবারের তরফেও ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে এখনও সমস্যার সমাধান হয়নি। ৪০ জনের ওই দলটি সৌদি আরব থেকে কবে ফিরতে পারবে, তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।
Continues below advertisement
Tags :
Indian In Saudi Arabia Jadavpur University Student Corona In Delhi Two Positive Corona Case Corona Virus In India Corona In Lucknow China Corona Union Health Minister Harsh Vardhan Corona Abp Ananda Coronavirus