করোনার জেরে ৩ মাস ইএমআই স্থগিতের অনুমতি আরবিআই-এর

Continues below advertisement
করোনার ধাক্কা এবার ভারতের জিডিপিতে। ৫.৩ শতাংশ থেকে বৃদ্ধির পূর্বাভাস কমে দাঁড়াল ২.৫ শতাংশে। পরিস্থিতি সামলাতে রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক। ৭৫ বেসিস পয়েন্ট কমিয়ে রেপো রেট দাঁড়ালো ৪.৪ শতাংশে। কমতে পারে ইএমআই ও। অর্থনীতিবিদ অভিরূপ সরকার জানালেন, কলকারখানা বন্ধ হয়ে গেছে। অত্যাবশ্যক নয়, এমন পরিষেবাগুলো  ভীষণভাবে ব্যাহত হয়েছে। এরফলে কমছে আয়। অনিশ্চয়তার মধ্যে আসছে না বিনিয়োগও। আর বিনিয়োগ না এলে হবে না আর্থিক বৃদ্ধিও।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram