করোনার জেরে ৩ মাস ইএমআই স্থগিতের অনুমতি আরবিআই-এর
করোনার ধাক্কা এবার ভারতের জিডিপিতে। ৫.৩ শতাংশ থেকে বৃদ্ধির পূর্বাভাস কমে দাঁড়াল ২.৫ শতাংশে। পরিস্থিতি সামলাতে রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক। ৭৫ বেসিস পয়েন্ট কমিয়ে রেপো রেট দাঁড়ালো ৪.৪ শতাংশে। কমতে পারে ইএমআই ও। অর্থনীতিবিদ অভিরূপ সরকার জানালেন, কলকারখানা বন্ধ হয়ে গেছে। অত্যাবশ্যক নয়, এমন পরিষেবাগুলো ভীষণভাবে ব্যাহত হয়েছে। এরফলে কমছে আয়। অনিশ্চয়তার মধ্যে আসছে না বিনিয়োগও। আর বিনিয়োগ না এলে হবে না আর্থিক বৃদ্ধিও।
Tags :
RBI Release Rbi Governor Pc Emi For Corona Cronavirus China Corona In Kolkata Corona In West Bengal Corona Virus Update In ABP Ananda Coronavirus Lockdown Coronavirus Latest News Coronavirus In India Coronavirus LIVE Coronavirus India West Bengal Lockdown India Lockdown Repo Rate RBI