করোনায় মৃত ব্যক্তির দেহ সৎকারে আগে আধঘণ্টা সময় বরাদ্দ পরিবারের
করোনায় মৃত ব্যক্তির দেহ সৎকার সংক্রান্ত নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের। নবান্ন সূত্রে খবর, সৎকারের আগে মৃতের দেহ দেখতে পাবে পরিবার। মৃত্যুর এক ঘণ্টার মধ্যে পরিবারকে জানাবে হাসপাতাল কর্তৃপক্ষ। ব্যবহার করা যাবে না আগের কভার। হাসপাতালের পক্ষ থেকে পরিজনদের দিতে হবে জীবাণুমুক্ত মাস্ক ও গ্লাভস। শেষ শ্রদ্ধা জানানোর জন্য দেহ রাখা হবে ৩০ মিনিট।
Tags :
Death Due To Corona Corona In Kolkata Corona Death Coronavirus In Bengal Abp Ananda Nabanna Covid-19