Corona Vaccine: কীভাবে বাজারে আসবে করোনা ভ্যাকসিন? তৈরি গাইডলাইন

Continues below advertisement
কোন পথে ভ্যাকসিনের ট্রায়াল ও বাজারজাত করা হবে, গাইডলাইন জারি করল Central Drugs Standard Control Organisation বা CDSCO। ভারতে সাতটি ভ্যাকসিনের পরীক্ষা চলছে। এখনও পর্যন্ত নিয়ম মেনেই তা চলছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা।
নতুন বছরের শুরুতেই দেশে করোনা ভ্যাকসিন পাওয়া যাবে!!
একথা জানিয়েছেন খোদ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী!!

করোনা ভ্যাকসিন আবিষ্কারের দৌড়ে রয়েছে  ভারত, আমেরিকা,  ইংল্যান্ড, চিন, জার্মানি, মতো দেশ।

ভারতে এখনও পর্যন্ত ৭টি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি দেওয়া হয়েছে। ICMR-এর নির্দিষ্ট করে দেওয়া চার পর্যায় মেনেই ভ্যাকসিনের ট্রায়াল চলছে। এখনও নিয়মভঙ্গের কোনও অভিযোগ আসেনি। ICMR জানিয়েছে, সমস্ত ভ্যাকসিনের ট্রায়ালের চারটি পর্যায় থাকে – ফেজ ১, ২, ৩ এবং ৪। 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram